রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0

রাজশাহীর বাগমারায় পৌর আওয়ামী লীগের সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সময় টিভি’র সাংবাদিক পাপ্পু’র ওপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ প্রতিবাদী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শ. ম সাজুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সিনিয়র সাংবাদিক ও স্থানীয় দৈনিক সোনালি সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাবীদ অপু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ রফিক আলম, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকি, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আনিসুজ্জামান, দৈনিক সোনালি সংবাদের সাংবাদিক ও মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর।

উল্লেখ্য, গত শনিবার রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সময় টেলিভিশনের ব্যুরো প্রধান হাবিবুর রহমান পাপ্পু। এ সময় টিভির ক্যামেরা ভাঙচুর করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com