‘জনস্বার্থে মামলার রায় ভলিউম-২’ গ্রন্থের মোড়ক উন্মোচন

0

জ্যেষ্ঠ আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ পরিচালিত রিট মামলার বিভিন্ন রায় সংকলন করে প্রকাশিত ‘জনস্বার্থ মামলার রায় (ভলিউম- ২)’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোট আইনজীবী সমিতির কনফারেন্স রুমে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, জ্ঞান অর্জনের বড় মাধ্যম হলো বই এবং আইনের বই হলো আইনজীবীদের জন্য নিত্যদিনের হাতিয়ার। তিনি বলেন, জনস্বার্থ মামলার রায় গ্রন্থের মাধ্যমে আমরা সবাই উপকৃত হবো।

মাহবুব উদ্দিন খোকন বলেন, জনস্বার্থের মামলার রায় বই আকারে প্রকাশ হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বার ও বেঞ্চ উপকৃত হবে।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩৫টি মামলার রায় বইটিতে স্থান পেয়েছে। ২২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বার ভবনের নিচতলায় ২০ শতাংশ ডিসকাউন্টে বইটি সংগ্রহ করা যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.