‘খালেদা জিয়াকে ছাড়া হবে?’ লিফটে একা পেয়ে আসিফ নজরুলকে প্রশ্ন বৃদ্ধের

0

সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। সেখানে লিফটের মধ্যে এক প্রবীণ ভদ্রলোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে তাকে প্রশ্ন করে বসেন।

বৃদ্ধের সঙ্গে সেই দিনের আলাপচারিতা নিয়ে সোমবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবির এ অধ্যাপক।

আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

‘একটা হাসপাতালে গেছি সেদিন। লিফটে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে দেখা। কেন আর টকশোতে আসি না জানতে চাইলেন। কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললেন– আপনার কি মনে হয় বেগম জিয়াকে ছাড়বে এরা?’

লিফটের ভেতর তিনি, তার স্ত্রী আর আমি ছাড়া আর কেউ নেই। কাজেই ফিস ফিস করার কারণ নেই কোনো।’

তাকে স্পষ্ট গলায় বললাম– ছাড়বে।

বিস্ময়ে তার চোয়াল ঝুলে যায়। আমি বলি– বেগম জিয়ার যখন বাচার কোনো আশা থাকবে না, তখন ছাড়বে; তখন বিদেশে পাঠাবে!’

কি বলেন! উনি মারা গেলে!

মারা গেলে সরকার বলবে উনি নিজের দোষে মারা গেছেন। বলবে উনি ডাক্তারদের কথা শুনতেন না, ওষুধ খেতেন না।

লিফট খুলে গেছে। হতবাক হয়ে তিনি নামলেন আমার পিছু পিছু। বললেন– আপনি শিউর ভালো কিছু হবে না।

মনে হয় না।

আমরা যাই উল্টোপথে। আমি ভাবি তিনি ভালো বলতে কি বুঝিয়েছেন। খালেদা জিয়ার মুক্তি? সুচিকিৎসা?

তার মতো করে কি ভাবে মানুষ ক্ষমতায় মত্ত থাকলে?’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com