ফরিদপুরের ভাঙ্গায় কলেজছাত্রী ও সাংবাদিক পরিচয়ে মাদক পাচারের সময় আটক দুই নারী

0

ফরিদপুরের ভাঙ্গায় কলেজছাত্রী ও সাংবাদিক পরিচয়ে মাদক বহনের সময় দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে আটক করা হয় তাদের।

এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, গাড়িটি তল্লাশির সময়ে আটক দুই নারী তাদেরকে সাংবাদিক ও কলেজছাত্রী পরিচয় দিয়ে তাদের আইডিকার্ড প্রদর্শন করে পুলিশের কাছে। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়ির মধ্যে তল্লাশি চালানোর পর গাজার কয়েকটি বান্ডেল পাওয়া যায়।

আটকরা হলেন, বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম ও বাগেরহাটের কচুয়া থানার মো: সোহাগের স্ত্রী মারিয়া বেগম।

ওসি জানান, ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়ক সংলগ্ন ভাঙ্গা পৌর সভার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া অতিক্রম করার পর একটি নোয়া গাড়িকে থামানোর সংকেত দেয় পুলিশ। এসময় পুলিশের চেকপোস্ট অতিক্রম করে গাড়িটি পালানোর চেষ্টা চালায়। পুলিশ গাড়ির পিছু নিয়ে ধাওয়া করার এক পর্যায়ে মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছে গাড়ির গতিরোধ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়েই গাড়ির চালক পালিয়ে যায়।

তিনি জানান, গাড়িটি তল্লাশি করার পর ১৫ কেজি গাজা, ৩টি মোবাইল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.