বিগত সরকারের আমলে উন্নয়নের নামে বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে: নৌ উপদেষ্টা
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নয়ন বলতে যেটা বোঝা যায় প্রন্তিক অঞ্চলের উন্নয়ন। বিগত দিনে প্রন্তিক অঞ্চলের উন্নয়ন হয়নি। বিগত সরকারের যারা ছিলো তারা নিজেদের মধ্যে টাকা লুটপাট করার জন্য বড় বড় প্রকল্প নিয়ে লুটপাট করেছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে বিচ্ছিন্ন মনপুরা উপজেলার নদী ভাঙন বন্ধের জন্য হাজারও কোটি টাকার প্রকল্প নিয়েছে। কিন্তু এখনও মনপুরার ভাঙন বন্ধ হয়নি।
তিনি আরও বলেন, মনপুরা, ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন নতুন আধুনিক ঘাট নির্মাণ করা হচ্ছে। মনপুরায় ফেরি চলাচল চালু করারও পরিকল্পনার কথা জানান তিনি।