মুম্বাই-চেন্নাই ম্যাচ দিয়ে আইপিএল শুরু ২৯ মার্চ

0

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএলের ১৩তম আসর শুরু হবে ২৯ মার্চ। শনিবার যে আসরের সূচি জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রানার্সআপ চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।

এবারের আইপিএলে ডাবল হেডারের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। শনিবার কোনো ডাবল হেডার থাকছে না। কেবলমাত্র রবিবারে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

রাজস্থান রয়্যালস বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের হোম ম্যাচ ঘরের মাঠে খেলবে। রাজস্থান রয়্যালস আগেই জানিয়েছিল তাদের সম্ভাব্য দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে থাকছে গুয়াহাটি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হবে ১৮ মার্চ। এই সিরিজের পরই শুরু হবে আইপিএল উন্মাদনা। ৫০ দিনে শেষ হবে আসর (গত আসর ৪৪ দিনে শেষ হয়েছিল)। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ মে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com