আমাদের সুন্দরভাবে সংগঠিত হতে হবে — মির্জা আব্বাস –

0

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অনেক কথা আছে আপনাদের। যেখানে আওয়ামী লীগ লাঠি-সোঠা, র‌্যাব-পুলিশ নিয়ে হানা দিয়েছে সেখানে আমাদের কমিশনার প্রার্থীরা টিকতে পারে নাই। সেখানে আমার একটাই প্রশ্ন থাকবে, আমাদের সংগঠনটা কী এতোই দুর্বল যে আমরা কিছুই করতে পারলাম না। আমি বলি, আমাদের কিছু একটা করা উচিত ছিলো। এমন একটা সংবাদ পেলাম না যে, ওখানে কিছু একটা হয়ে গেছে। হয় নাই।

সুতরাং আমাদের সংগঠনটাকে আমাদের জন্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে এই নির্বাচনকে কেন্দ্র করেই সুন্দর ও সুসংগঠিত করতে হবে।

রোববার, ফেব্রুয়ারি ১৬, ২০২০, নয়া পল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে ঢাকা সিটি দক্ষিণের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে কাউন্সিলরবৃন্দের রুদ্ধদ্বার মতবিনিময়সভায় এই বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমি আমার এলাকায় বেশ কয়েকটা জায়গা দেখেছি যে জিতেছে সেই প্রার্থীগুলোকে নির্বাচনের ফলাফল স্থগিত রেখে ৩-৪-৫ ঘন্টা পরে দুই-তিন-চার-এগারো ভোটে ফেল করিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ জনগণ ভোট দিয়েছে আওয়ামী লীগ সেটা জনগনের কাছে প্রকাশ করে নাই। জবরদস্তিভাবে আজকে যেমন প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে, জবরদস্তিভাবে মেয়র আজকে সেখানে ক্ষমতায় টিকে গেছে। আমাদের মেয়র ইশরাক জনগণের মেয়র, আমাদের মনোনীত কমিশনার প্রার্থী যারা ছিলেন, সকলেই জনগণের কাউন্সিলর। সেই হিসেবে আপনারা কাজ করে যাবেন।

আপনাদের মনে রাখতে হবে এই সমস্ত মেয়র, কাউন্সিলররা জনগণের ভোটে নির্বাচিত নয়, যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তাদের সকলকেই একইভাবে আমাদের সমীহ করার প্রয়োজন নাই। বরং আমি মনে করি, আমাদেরই মেয়র ও কাউন্সিলররা ঢাকা শহরের যে রাস্তা দিয়ে হেঁটে যাবে ইনশাল্লাহ জনগণ তাদেরকে সালাম দেবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com