বাংলাদেশকে সিকিম হতে দেয়া হবে না : ভিপি নূর

0

ডাকসু ভিপি নূরুল হক নূর বলেছেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ বিনির্মাণ করা হয়েছে, যে দেশের জন্য দুই লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছে সেই দেশকে সিকিমের মতো হতে দেয়া হবে না।

শনিবার সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সীমান্ত হত্যা বন্ধ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র নাসির আদুল্লাহ টানা বিশদিন অবস্থান কর্মসূচি পালন করছেন।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করেন তিনি।

এতে বক্তৃতা করেন ডাকসু ভিপি নূরুল হক নূর, ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। ডাকসু ভিপি নূরুল হক নূর বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য অন্ধভাবে ভারতের পদলেহন করে যাচ্ছে।

তবে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের যে শোসন নীতি তা এদেশের মানুষ ভালোভাবেই বুঝতে পারছে।

জোনায়েদ সাকী বলেন, মুক্তিযুদ্ধ করে এ দেশ প্রতিষ্ঠিত হয়েছে কারও দয়ায় প্রতিষ্ঠিত হয়নি। কাজেই বাংলাদেশকে করদ রাষ্ট্র হিসেবে ভাবার কোনো সুযোগ নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com