‘স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরি’
তথ্য কমিশনের সচিব মো. আরিফ বলেছেন, তথ্য অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরি। এজন্য এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
শনিবার চৌগাছা উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সব ক্ষেত্রে সঠিক তথ্য সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য উপস্থাপন করা গেলে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এতে দুর্নীতি কমে আসবে। আমরা প্রথমেই ভয় পেয়ে যাই। এ ভয় থেকেই দুর্নীতিতে জড়িয়ে যান অনেকে।