বিনিয়োগের জন্য একটি স্ট্যাবল পরিস্থিতি প্রয়োজন, যেটি বাংলাদেশে নেই: রুমিন ফারহানা

0

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে একটি অর্থনৈতিক স্থবিরতা চলছে। দেশি-বিদেশি বিনিয়োগ সেভাবে হচ্ছে না। বিনিয়োগের জন্য একটি স্ট্যাবল পরিস্থিতি প্রয়োজন, যেটি বাংলাদেশে নেই। সেই দিক থেকে চিন্তা করলে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রাথমিক ধারণা দিয়েছে। তবে নির্বাচনের রোড ম্যাপটির বিষয়ে আরও পরিষ্কার ধারণা প্রয়োজন। গত ৫ আগস্টের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে দেশ পরিচালনা করবে অনেকেই সেই সুযোগ দিতে রাজি না। সেক্ষেত্রে নির্বাচিত সরকার যেভাবে দেশের সমস্যা মোকাবিলা করতে পারে সেটি অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তাই দেশ ও জনগণের স্বার্থে দ্রুত একটি নির্বাচন সকলের জন্য মঙ্গল। অতএব অন্তর্বর্তীকালীন সরকার একটি রোড ম্যাপ দেবে, যেখানে আর কোন কোন ধরনের সংস্কার কত দিনের মধ্যে সম্পন্ন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিবে সেই প্রত্যাশা রাখছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com