ভারতীয় হাইকমিশনের সামনের সড়ক ফেলানীর নামে রাখার দাবি ভিপি নুরের
রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হইকমিশনের সামনের সড়কের নাম ফেলানীর নামে করার দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ দাবি করেন।
নুরুল হক নুর বলেন, ‘বিএসএফের হাতে নিহত ফেলানীর স্মরণে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সামনের সড়কের নাম ফেলানী সড়ক হিসেবে ঘোষণা করতে হবে।
নুরুল হক শনিবার রাজু ভাস্কর্যে সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের স্মরণ এবং সীমান্ত হত্যা বন্ধের জন্য ২২ দিন ধরে অবস্থানরত ঢাবি শিক্ষার্থী নাসির আব্দুল্লাহর সঙ্গে সংহতি সমাবেশে বক্তব্যের সময় এ দাবি তুলে ধরেন।
কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ৭ জানুয়ারি ২০১১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ফেলানী খাতুন নামে এক কিশোরীকে গুলিতে হত্যা করে। যা নিয় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে সীমান্তে বাংলাদেশি হত্যার দায়ে অভিযুক্ত হয়ে আসছে বিএসএফ।
সম্প্রতি নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই দিনের ব্যবধানে সাত বাংলাদেশি নাগরিককে হত্যার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসির আবদুল্লাহ।
সূত্র: বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ফেইসবুক পেজ।