চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

0

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় সোহেল খান (২৩) নামে একজন ঘটনাস্থলেই মারা যান ও মো. ইমরান (২২) নামে আরেকজন গুরুতর আহত হন।

আহত ইমরানকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনিও মারা যান।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে ওই সড়কে শহরের সরকারি টেকনিক্যাল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ির আনোয়ার খানের ছেলে সোহেল খান, একই এলাকার মৃত লিটন খানের ছেলে ইমরান। সোহেল পেশায় ছিলেন অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা দুজনে বিকেলে বাড়ি থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টেকনিক্যাল স্কুলের সামনে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরে ছিটকে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে উল্টে পড়ে। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয় এবং ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com