বর্তমান সরকার সব দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখবে: উপদেষ্টা ফরিদা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সব দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখা বা সংস্কার করা এই অন্তর্বর্তী সরকারের কাজ। বর্তমান সরকার সব দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখবে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই) ২০২৩-২৪ অর্থবছরে সমাপ্ত গবেষণা সমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বার্ষিক গবেষণা কর্মশালা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান না, যেখানে দুর্নীতি সেখানেই ধরা হবে। বিএলআরই-এর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির যে সংবাদ প্রকাশ হয়ে তার সব আমরা দেখছি। সাংবাদিকদের কাছে আমার অনুরোধ যে, সমস্যা এমনভাবে তুলে ধরবেন যেন গঠনমূলক হয়। সাংবাদিকদের তথ্য থেকে সমস্যা সমাধানও করতে পারা যায়।
এসময় উপদেষ্টা বলেন, দেশে গরুর মাংসের চাহিদা অনেক আছে, কিন্তু দাম একটু বেশি। তাই অনেক দেশ বাংলাদেশে গরু রপ্তানি করতে চায়। আমাদের দেশ থেকেও অনেকে আমদানি করতে চায়। তবে তাদের এটা ব্যবসায়িক উদ্দেশ্য। যারা লালন-পালনের সঙ্গে যুক্ত আমরা তাদের প্রাধান্য দিতে চাই।