বাগেরহাটে যুবলীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ

0

বাগেরহাটে যুবলীগ নেতা সোহেল হাওলাদার ওরফে কালা সোহেল ও তার ভাই জুয়েল হাওলাদারের বিরুদ্ধে স্কুলছাত্রীকে মারধর ও তার পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মারধরের শিকার ওই শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে মারধরের শিকার বাগেরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রোশনী আক্তার, তার বাবা শামীম বিশ্বাস ও আদুরী আক্তার উপস্থিত ছিলেন। রোশনী আক্তার বাগেরহাট স্টেডিয়াম সড়ক এলাকার বাসিন্দা।

রোশনি আক্তার বলেন, ২৮ নভেম্বর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাগেরহাট স্টেডিয়াম সড়ক এলাকায় নিজ বাড়ির সামনে পৌঁছালে নাগেরবাজার এলাকার বাসিন্দা যুবলীগকর্মী জুয়েল হাওলাদার রাস্তার ওপরে আমাকে এলোপাথারি মারধর করেন।

আমার চিৎকার শুনে বাবা-মা ও ছোট ভাই ছুটে এলে, তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন রকম হুমকি-ধামকি দেয়। পরে হামলাকারী জুয়েলের ভাই সোহেল আমাদের ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে আমার ছোট ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে এক লাখ টাকা চাদা দাবি করেন। যাওয়ার সময় আমাদের ঘরের বাসার আসবাবপত্র ভাঙচুর করে ও হুমকি ধামকি দিয়ে চলে যায়।

রোশনির মা আদুরি বেগম বলেন, এর আগেও বিভিন্ন সময় সোহেল ও তার ভাই আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সোহেল এলাকায় চাঁদাবাজী, মানুষকে মারধর এমনকি হত্যার মতো ঘটনাও ঘটিয়েছে। যার কারণে ভয়ে আমরা কথা বলতে পারিনি। এখন একটি নিরপেক্ষ সরকার আছে দেশে, আমার মেয়েকে মারধর ও আমাদের হুমকি-ধামকির বিচার চাই। এ বিষয়ে আমি বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com