শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট

0

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়ের বামপন্থী জোট আগাম পার্লামেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এ জয় সংকটে জর্জরিত দেশটিতে পীড়াদায়ক মিতব্যয়িতা নীতিমালা শিথিল করতে মার্ক্সবাদী এ নেতাকে শক্তিশালী এক ম্যান্ডেট দিল।

খবর আল জাজিরার।

শুক্রবার নির্বাচন কমিশন থেকে পাওয়া আংশিক ফল থেকে জানা যায়, দিশানায়েকের ন্যাশনাল পিপল’স পাওয়ার (এনপিপি) ৬২ শতাংশ ভোট ও সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিরোধী জোট সমাগি জনা বালাবেগায়া (এসজেবি) থেকে বেশ এগিয়ে রয়েছে।

২২৫ সদস্যের সংসদে এনপিপি পেয়েছে ১৪১টি আসন। দুপুরের আগেই ২২টি নির্বাচনী জেলায় মাত্র একটি বাদে সবগুলোতেই এগিয়ে রয়েছে এ জোট। আর এর মাধ্যমেই তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পথে রয়েছে।

সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসার নেতৃত্বাধীন জোট এসজেবি পেয়েছে ৩৫টি আসন। তামিল জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দল ইলঙ্কাই তামিল আরাসু কাঞ্চি সাতটি আসন পেয়েছে। আর নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট তিনটি ও শ্রীলঙ্কা পোদুজনা পেরামুনা দুটি আসন পেয়েছে।

বৃহস্পতিবারের আগাম নির্বাচনে ভোট পড়ে প্রায় ৬৫ শতাংশ। দেশটির নির্বাচন কমিশন এমনটি জানায়। ভোট পড়ার এ হার গত সেপ্টেম্বরে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের চেয়েও কম। ওই নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com