ভারতকে ‘সাইবার শত্রু’ আখ্যা দিলো কানাডা, দিল্লির কড়া প্রতিক্রিয়া

0

কানাডার সাম্প্রতিক একটি প্রতিবেদনে ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে দেশ দুটির কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনটিতে ভারতকে সাইবার আক্রমণকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

শনিবার (২ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ভারতের বিরুদ্ধে বিশ্বমঞ্চে একের পর এক অপপ্রচার চালাচ্ছে কানাডা।

সম্প্রতি প্রকাশিত কানাডার ‘ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট ২০২৫-২০২৬’ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের নেতৃত্ব একটি আধুনিক সাইবার প্রোগ্রাম গড়ে তোলার প্রয়াসে নিয়োজিত এবং এটি জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক প্রভাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কানাডার মতে, ভারতীয় সাইবার হুমকি সৃষ্টিকারী গোষ্ঠীগুলি কানাডার সরকারি নেটওয়ার্কে গুপ্তচরবৃত্তি চালানোর উদ্দেশ্যে সাইবার কার্যক্রম পরিচালনা করছে।

তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল কানাডার এসব অভিযোগকে ‘অপ্রমাণিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এটিকে কানাডার আরেকটি অপচেষ্টা হিসেবে দেখছি, যা ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে করা হয়েছে। কানাডার উচ্চপদস্থ কর্মকর্তারা স্বীকার করেছেন, তারা ভারতের বিরুদ্ধে বিশ্বজুড়ে মতামত প্রভাবিত করার চেষ্টা করছেন।

কানাডার সাইবার নিরাপত্তা প্রতিবেদনের ‘রাষ্ট্রীয় সাইবার শত্রুর হুমকি’ শিরোনামের অংশে ভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ভারত তার সাইবার ক্ষমতাকে ব্যবহার করে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্বার্থ, গুপ্তচরবৃত্তি ও বৈশ্বিক মর্যাদা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে।

কানাডার এই তালিকায় ভারতের পাশাপাশি চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার নামও রয়েছে।

সূত্র: এনডিটিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com