সেই সম্পর্ক থেকে মুখ ফেরালেন অর্জুন
বলিউড অভিনেতা অর্জুন অভিনেত্রী মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর অনেক কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। সম্পর্কের কারণে বারবার তাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। এবার সেই সম্পর্ক থেকে মুখ ফেরালেন অর্জুন।
দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ইতি টানলেন অভিনেতা। এ গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে বলিউডে। অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই অর্জুনের হাতটাই শক্ত করে ধরেছিলেন মালাইকা অরোরা। কিন্তু এবার সেই সম্পর্কেও ছন্দপতন ঘটে। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দুজনেই নীরবতা রক্ষা করেছেন চলেছেন। এবার যেন আর চুপ থাকতে পারলেন না অর্জুন। ঘোষণা করে দিলেন ‘আমি সিঙ্গল’। একটা সময় এই সম্পর্কের জন্যই একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বারবার তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবার সেই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেন অর্জুন।
সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন। সঙ্গে ছিল ‘সিংহম আগেইন’-এর টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, অর্জুন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। সেখানে বারবার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার করছিলেন তারা। মালাইকার নাম শুনেই যেন আর আটকে রাখতে পারলেন না নিজেকে। হাসতে হাসতে অর্জুন বলেন, আরে আস্তে আস্তে, আমি এখন সিঙ্গল। উত্তেজিত জনতার উদ্দেশে এ অভিনেতা বলেন, এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হলো বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।
বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় নানা কটু কথা শুনতে হয়েছে মালাইকা অরোরাকে। ক্রমাগত সমালোচনা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ক্রমশ আমি শক্তিশালী হয়েছি। এ বিষয়গুলো যেন কোনোভাবেই আমার মনোবল ভাঙতে না পারে তা শিখেছি।
তিনি বলেন, আমি জানি, এগুলো আমাদের জীবনের একটি অংশ। অনবরত সমালোচনা আর ট্রলিং হবে। কিন্তু সেগুলো নিজের ঘেরাটোপে আসতে দেওয়া যাবে না।
একসময়ের আলোচিত জুটির এমন বিচ্ছেদে আহত তাদের ভক্ত-অনুরাগীরা।