ভালোবাসা দিবসে স্ত্রী ও মেয়েকে নিয়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস

0

আকবর আলীদের হাত ধরে যুব বিশ্বকাপ ঘরে আসায় বসন্তের হাওয়া বাংলাদেশে ক্রিকেটে লেগেছে আগেই থেকেই।

বসন্তের ছোঁয়া লেগেছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। জুয়াড়ির সঙ্গে আলাপের বিষয়টি গোপন করায় সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ তিনি।

তাই সময়টি যে তিনি পরিবারের সঙ্গে বেশ উপভোগ করছেন তা তার ফেসবুক স্ট্যাটাসেই দৃশ্যমান।

বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিবারকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে স্ত্রী ও মেয়েকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দেন সাকিব।

ফেসবুকে স্ত্রী ও মেয়ের ছবি পোস্ট করে স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com