ভেদাভেদ ভুলে আলেমদের এক হওয়ার আহ্বান জামায়াতের

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ওলামা মাশায়েখের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় কওমী আলিয়া ভেদাভেদ ভুলে সকল আলেমদেরকে এক হয়ে কাজ করতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জয়পুরহাট আব্বাস আলী মিলনায়তনে জেলা ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোষরদের অবিলম্বে দেশে নিয়ে এসে বিচার করতে হবে। স্বৈরাচার সরকারের দোষররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেজন্য আলেম-ওলামাদের সজাগ থাকতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com