ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মাইক্রোবাসে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত

0

মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এনএন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক নিজে গাড়ি চালিয়ে গ্যাস ভরার জন্য ওই স্টেশনে যান। পরে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেন স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পেছনেই দাঁড়িয়ে ছিলেন। এসময় তার গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মেয়ের জামাই শাহনেওয়াজ মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানসিকভাবে বিপর্যস্ত। আপনাদের পরে বিস্তারিত জানাতে পারবো।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, সকালের দিকে গাড়িতে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এটি রিফুয়েলিং করার সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com