জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা গ্রেফতার ও হয়রানি নয়

0

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনও মামলা করা যাবে না। এছাড়া তাদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সফল করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে কাজ করেছেন, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংঘঠিত ঘটনার জন্য তাদের বিরুদ্ধে কোনও মামলা করা যবে না। এছাড়া তাদের গ্রেফতার বা হয়রানি না করতেও নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অসত্য তথ্য দিয়ে কোনও সুবিধা সৃষ্টির বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com