ট্রাম্পকে চাপ দিতে কমলার স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ

0

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস নিজের মেডিকেল রেকর্ডস বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন। শনিবার (১২ অক্টোবর) প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, তার শারীরিক অবস্থা ‘খুবই ভালো’ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সক্ষম আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এ তথ্য প্রকাশ করে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিজের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ না করা এবং এ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন।

কমলার দাবি, তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প মার্কিন জনগণকে জানাতে চান না যে প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি ফিট বা সক্ষম আছেন কিনা।

অবশ্য ট্রাম্পের চিকিৎসককে উদ্ধৃত করে তার প্রচারণা শিবির বলেছে, তিনি নিখুঁত এবং চমৎকার শারীরিক অবস্থায় রয়েছেন। যদিও ট্রাম্পের কোন ধরনের মেডিকেল রেকর্ডস বা স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ করেনি তারা। তাদের দাবি, ট্রাম্প অত্যন্ত ব্যস্ত এবং তার সক্রিয় প্রচারণা কর্মসূচি চলছে।

‘কমালা হ্যারিসের প্রেসিডেন্ট ট্রাম্পের মতো দম বা স্ট্যামিনা নেই’, বলেও দাবি করেছে ট্রাম্পের প্রচার শিবির।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্নেল ডা. জসুয়া সিমন্স গত তিন বছর ধরে কমালা হ্যারিসের চিকিৎসক হিসেবে কাজ করছেন। তিনি জানিয়েছেন, এপ্রিল মাসে কমলার স্বাস্থ্যের অবস্থা ছিল ‘অসাধারণ’। কমলা স্বাস্থ্যসম্মত ও সক্রিয় জীবন যাপন করেন বলেও উল্লেখ করেছেন তিনি।

তবে মেডিকেল রেকর্ডসে তিনি উল্লেখ করেছেন, কমলা হ্যারিসের পরিবারের কোলন ক্যান্সার ও অ্যালার্জিতে ভোগার ইতিহাস আছে। অবশ্য তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোলন্সকপি ও বছরে একবার ব্রেস্ট স্ক্রিনিংসহ প্রতিরোধমূলক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করে থাকেন।

স্বাস্থ্য সম্পর্কিত এসব তথ্য প্রকাশের পর কমালার প্রচারণা দলের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট বলেছেন, ‘এবার আপনার পালা, ডোনাল্ড ট্রাম্প’।

এদিকে নর্থ ক্যারোলাইনায় প্রচার কর্মসূচির আগে কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বীর মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন।

ডেমোক্র্যাটরা ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও মানসিক সুস্থতা নিয়ে বারবার তাকে আক্রমণ করছেন।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ট্রাম্প হবেন তার দ্বিতীয় মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

অবশ্য জো বাইডেনও আগামী জানুয়ারিতে একই বয়সে তার বর্তমান মেয়াদ শেষ করবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com