মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাত ভর অভিযান

0

মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাত ভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে পদ্মার শিবচর অংশে অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, রাতভর অভিযানে ৫জনকে আটক করা হয়েছে। এছাড়া ৬ কেজি ইলিশ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com