মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাত ভর অভিযান
মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাত ভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে পদ্মার শিবচর অংশে অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, রাতভর অভিযানে ৫জনকে আটক করা হয়েছে। এছাড়া ৬ কেজি ইলিশ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।