গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন ফিলিস্তিনি নিহত, প্রাণহানি ৪২ হাজার ছাড়াল

0

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরাইলি বাহিনী গাজায় তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪২,০১০-এ গিয়ে ঠেকেছে। আর আহতের সংখ্যা ৯৭,৭২০।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিনটি পরিবারের ওপর হামলাসহ ৪৫ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

ইসরাইলি বাহিনী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে গাজায় তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ হামলার ফলে গাজার প্রায় পুরো অধিবাসী বাস্তুচ্যুত হয়েছে এবং চলমান অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

এহেন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। কারণ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানিয়েছেন।

গাজার ওপর ইসরাইলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com