৫ যুবার শাস্তির বিস্তারিত
তৌহিদ হৃদয়- আচরণবিধির ২.২১ অনুচ্ছেদ ভঙ্গের কারণে ১০টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন যা ৬টি ডিমেরিট পয়েন্টের সমতুল্য।
শামিম হোসেন- আচরণবিধির ২.২১ অনুচ্ছেদ ভঙ্গের কারণে তিনি ৮টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন যা ৬টি ডিমেরিট পয়েন্টের সমতুল্য।
রাকিবুল হাসান- আচরণবিধির ২.২১ অনুচ্ছেদ ভঙ্গের কারণে তিনি ৪টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন যা ৫টি ডিমেরিট পয়েন্টের সমতুল্য।
আকাশ সিং- আচরণবিধির ২.২১ অনুচ্ছেদ ভঙ্গের কারণে তিনি ৮টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন যা ৬টি ডিমেরিট পয়েন্টের সমতুল্য।
রবি বিষ্ণোই- আচরণবিধির ২.২১ অনুচ্ছেদ ভঙ্গের কারণে তিনি ৫টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন যা ৫টি ডিমেরিট পয়েন্টের সমতুল্য।
পাশাপাশি আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গের কারণে বিষ্ণোই আরও ২টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তার সম্মিলিত ডিমেরিট পয়েন্ট ৭।
আগামী দুবছর প্রত্যেকের নথিতে ডিমেরিট পয়েন্টগুলো থাকবে। প্রতিটি সাসপেনশন পয়েন্টের জন্য একজন ক্রিকেটার এই দুবছরে একটি ওয়ানডে বা টি-টোয়েন্টি বা অনূর্ধ্ব-১৯ দলের বা ‘এ’ দলের আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না। আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে কার্যকর হবে এই সাজা। তা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে হতে পারে কিংবা সিনিয়র ক্রিকেটেও হতে পারে।