‘অবৈধ ভারতীয়দের’ বিরুদ্ধে কোটি মানুষ জমায়েত হবে: আসিফ নজরুল
ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে ভারতের মুম্বাইয়ে সমাবেশ করেছে উগ্র হিন্দ্যুুত্ববাদী জনতা। রাজ্যের রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ ডাকে এই সমাবেশ জয়। তারা মুসলিম বিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইনেরও সমর্থন জানিয়েছে। সমাবেশে লক্ষাধিক লোক জমায়েতের দাবি করা হয়েছে।
এই জমায়েত নিয়ে স্ট্যাটাস দিয়েছেন লেখক, কলামিস্ট ও রাজনীতি-বিশ্লেষক আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের দাবি, বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের বিরুদ্ধে যদি বাংলাদেশে সমাবেশের ডাক দেয়া হয়। আর তা যদি মুক্তভাবে করতে দেয়া হয়। তাহলে কোটি কোটি মানুষ এতে অংশ নেবে।
স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-ভারতে নাকি ‘অবৈধ বাংলাদেশীদের’ বিরুদ্ধে সমাবেশে লক্ষ মানুষ এসেছে।
বাংলাদেশে অবৈধ ভারতীয় বিরুদ্ধে মুক্তভাবে সমাবেশ করতে দেন।
কোটি লোক জড়ো হবে।
উল্লেখ্য, বাংলাদেশে সাড়ে ২৬ হাজার ভারতীয় চাকরি করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বেসরকারি হিসেবে সেই সংখ্যা অনেক। টিআইবি ও ডয়েচ ভেলে’র অনুসন্ধানমূলক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি খাতে অন্তত ৫ লক্ষাধিক ভারতীয় চাকরি করছে। যাদের অধিকাংশই অবৈধ। শুধু গার্মেন্টস ও আইটি সেক্টরেই ২ লক্ষাধিক ভারতীয় কর্মরত। যারা প্রতি বছর নিয়ে যাচ্ছেন হাজার হাজার কোটি টাকা।