ব্রাহ্মণবাড়িয়ায় হাসিনা ও সাবেক ৩ মন্ত্রীর নামে হত্যা মামলা

0

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৫৪ জনের নামে একটি হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সদর উপজেলার সুহিলপুর গ্রামের বাসিন্দা বাবুল মিয়া বাদী হয়ে তার ভাই জহিরুল ইসলামকে হত্যার অভিযোগ এনে মামলাটি করেন।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। মামলায় উল্লিখিত আসামিদের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে।

ঘটনার দিন (২৬ মার্চ) বিকালে সদর উপজেলার নন্দনপুরে বিসিক শিল্পনগরীর সামনে বিক্ষোভকারীদের ওপর এজহারভুক্ত আসামিরা সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে নির্বিচারে গুলি চালায়। এসময় বাদীর ভাই জহিরুল ইসলাম মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com