দুদকের দায়ের করা ৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু
ময়মনসিংহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয়টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন এ জামিন আদেশ দেন। এর আগে ফালু আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
আসামিপক্ষের আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. আনোয়ার আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৭ সালের ২৯ আগস্ট ভালুকা থানায় দুদক ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের সরকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে দুই দফায় এই ছয়টি মামলা করেন। ভালুকায় জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে দায়ের হওয়া এই মামলাগুলো চার্জ গঠনের জন্য প্রক্রিয়াধীন ছিল।
মামলার বিবরণের বরাত দিয়ে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল জানান, বিগত সরকারের আমলে দায়ের করা মামলাগুলো মিথ্যা, হয়রানি এবং ষড়যন্ত্রমূলক। কারণ ঘটনার সময় তিনি ( মোসাদ্দেক আলী ফালু) দেশেই ছিলেন না। ফলে এসব মামলার কারণে তিনি আর্থিক এবং সামাজিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন।