চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে কুপিয়ে হত্যা
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাং গ্রুপ। শুক্রবার (২৩ আগস্ট) রাতে শহরের চেয়ারম্যান ঘাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই ঘটনা ঘটে।
হামলায় খুন হওয়া মো. শাহিন (১৬) মৃত স্বপন সরকারের ছেলে। সে শহরের ব্যাংক কলোনী হাসান ভিলায় ভাড়া বাসায় বসবাস করতো। শাহিন শ্রমিকের কাজ ও অটোরিকশা চালাতো।
চাঁদপুর সরকারি হাসপাতালে শাহিনের স্বজন আব্দুর রহমান শুভ বলেন, ২১ আগস্ট শহরের ব্যাংক কলোনী কালার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে জড়ায় দুই পক্ষের কিশোররা। ওই সময় শান্ত নামের এক কিশোরের সঙ্গে শাহিনের বাগবিতণ্ডা হয়। সেই দ্বন্দ্বের সূত্র ধরে ৪০-৫০ জন কিশোর মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা শাহিনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কোপায়। ওই সময় তার সঙ্গে ফাহিম নামের ছেলেকেও কোপাতে থাকে। আমরা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিলে শাহিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত জিহাদুল ইসলাম ফাহিমকে (১২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠনো হয়।
কান্না জড়িত কণ্ঠে শাহিনের মা সাজেদা বেগম বলেন, ‘আমার ছেলে কী এমন করেছে তাকে মাইরা ফেলতে হবে। আমার এই ছেলে ছাড়া আর কেউ নাই। আমি ছেলে হত্যার বিচার চাই।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনসুর আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।