ইরানের সঙ্গে সু সম্পর্ক গড়তে আগ্রহী ইমরান
তেহরানে নবনিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রহিম হায়াত ইরানে যাওয়ার আগে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ অভিপ্রায় ব্যাক্ত করেন পাক প্রধানমন্ত্রী। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার পর তেহরানের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়ে সরাসরি মন্তব্য করলো প্রতিবেশী দেশ পাকিস্তান।
এসময় ইমরান খান বলেন, ইরান পাকিস্তানের পরীক্ষিত বন্ধু। আগামীতে দুই দেশের সম্পর্ক বাড়াতে কাজ করত চায় ইসলামাবাদ। পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য সহায়তা আরও বাড়াতে আগ্রহী পাকিস্তান।
এ বিষয়ে তেহরানে নিযুক্ত পাক রাষ্ট্রদূত জানান, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করে যাবেন।
বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে বর্তমানে প্রতিবেশী চীন ও ইরানকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে ইমরান খান প্রশাসন।