হাইড্রোজেনে চলা বিশ্বের প্রথম প্রমোদ তরী কিনলেন বিলগেটস

0

বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি বিল গেটস সম্প্রতি এক বিলাসবহুল প্রমোদ তরী কিনেছেন। মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠার এই প্রমোদ তরী চলবে তরল হাইড্রোজেনে। 

এই প্রমোদ তরী হাইড্রোজেন চলবে বিধায় ধোঁয়ার পরিবর্তে পানি নির্গত হবে। প্রমোদ তরী চেপে ঘোরার অভ্যাস থাকলেও এতদিন বিল গেটসের নিজের জলযান ছিল না। সাড়ে ৫ হাজার কোটি  কোটি টাকার এই বিলাসবহুল প্রমোদ তরীতে চড়েই এবার ভ্রমণ করবেন গেটস।

আগে এই ধরনের তরল হাইড্রোজেনে চলা প্রমোদ তরী দেখা যায়নি। 370 ফুট লম্বা পাঁচতলা এই জল যানে 14 জন অতিথি সফর করতে পারবেন। নাবিক দলে 31 জন থাকতে পারবেন। থাকছে একটি জিম, যোগ স্টুডিও, বিউটি রুম, মাসাজ পার্লার ও পুল।

এই প্রমোদ তরীতে হাইড্রোজেন জ্বালানী ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে ব্যাটারি ও মোটর চালানো হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের সঠিক সমন্বয়ে মিশ্রণ করে এই কাজ চলতে থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com