সরকার গঠনের প্রচেষ্টা শুরু করলো আইরিশ নির্বাচনে এগিয়ে থাকা দল সিন ফিন

0

দলটির নেতা মেরি ম্যাকডোনাল্ড বলেছেন, জোট সরকার গঠনের জন্য তারা প্রধান প্রতিদ্বন্দী দুটি দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

তিনি ফিন গায়েল আর ফিয়ানা ফাইলকে আহ্বান জানিয়েছেন, যেনো আইরিশ রিপাবলিকান পার্টির সঙ্গে দেনদরবার শুরু করা হয়। ম্যাকডোনাল্ড বলেন, ‘সিন ফিন নির্বাচনে জয়ী হয়েছে। আমরা জনগনের ভোটেই এই বিজয় অর্জন করেছি।’

সোমবার অথবা মঙ্গলবার নির্বাচনের পূর্ণ ফল প্রকাশ পাবে। ফিন গায়েল এর নেতা লিও ভারাদকার জানান, তাকে ম্যাকডোনাল্ড কফির দাওয়াত দিয়েছেন। অবশ্য ভারাদকার কয়েকদিনের মধ্যেই পার্টি প্রধানের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন।

এখন পর্যন্ত ১৬০টি আসনের মধ্যে ১২৪টির ফল পাওয়া গেছে। এরমধ্যে ফিন গালের জয় ২৯টিতে, সিন ফিন ৩৭টিতে, ২৭টিতে ফিয়েনা ফেইল, ১৬টিতে স্বতন্ত্র, ১০টিতে গ্রীন পার্টি, ৫টিতে সলিডারিটি এবং ৪টিতে লেবার পার্টি জয়ী হয়েছে। বাকি ৬টিতে অন্যান্য প্রার্থীরা জয়লাভ করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com