খুদে টাইগারদের বিশ্বজয়ে তারকাদের উচ্ছ্বাস
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতে নিয়েছে যুব বিশ্বকাপ। অনেক দিন পর বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি নাগরিকরা আনন্দের এক অন্যরকম উপলক্ষ পেয়েছেন। আর সবার মতো শোবিজ তারকারাও উচ্ছ্বাসে মেতেছেন
জয়া আহসান : কী জয়! নতুন ইতিহাস লিখেছি আমরা। অভিনন্দন তরুণ বাঘেরা!
শাকিব খান : শাকিব খান এখন ‘বীর’ সিনেমার প্রচারণা নিয়ে ভাবছেন। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। বিশ^কাপ জয়ের আনন্দে তিনি নিজের সিনেমার নামের সঙ্গে মিল রেখে বলেছেন, ‘বীর’-এর মতো জিতেছে বাংলাদেশ। খুদে টাইগাররা প্রথমবার বিশ্বকাপ অর্জন করেছে। এটা নিঃসন্দেহে চমৎকার অনুভূতি।
কুমার বিশ্বজিৎ : তোমরা আজ বাংলাদেশকে গর্বিত করেছো।
হামিন আহমেদ : বন্ধুরা আমার, আমরা এখন চ্যাম্পিয়ন। আমরা শেষ পর্যন্ত লড়ে গেছি। আমরা চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন।
আসিফ আকবর : নিজের গাওয়া গান ‘শাবাশ বাংলাদেশ’ ফেইসবুকে শেয়ার করে গায়ক আসিফ আকবর লেখেন, ‘বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।’
মোস্তফা সরয়ার ফারুকী : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টাইগারদের কুর্নিশ।
নুসরাত ইমরোজ তিশা : অভিনন্দন টাইগার্স।
চঞ্চল চৌধুরী : শাবাশ বাংলাদেশ!
আরিফিন শুভ : শাবাশ জুনিয়র টাইগার্স।
সাইমন সাদিক : মন বলছে, সবাই ঠিকঠাক খেলতে পারলে আমরা জিতব। তাই তো খেলা শেষে ফেইসবুক পোস্টে সাইমন মজা করে লেখেন, বুজজঈন কিছু?! কইছলাম না?! আমরা চ্যাম্পিয়ন।
শারমীন সুলতানা সুমী : এত পাওয়ারফুল, এত অর্জনে ভরা, এত প্রশান্তির স্ক্রিনশট জীবনে দেখেছি কি না মনে করতে পারছি না। ছোট বাঘদের আন্তরিক অভিনন্দন, ভালোবাসা!
দিলশাদ নাহার কনা : আহা…বাংলাদেশ। অভিনন্দন টাইগার্স।
সিয়াম আহমেদ : সবাই এখন বড় বড় ট্রফি জিততে চায়, বড় দলকে হারাতে চায়। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের পুনরুজ্জীবনের জন্য এই ট্রফিটা আমাদের দরকার ছিল। যুব ক্রিকেটাররা সেটা করতে পেরেছে। দেখুন, আমরা বিশ্বকাপ জিতে গেছি।
বুবলী : খেলার শুরুটা বেশ ভালোই ছিল। একটা পর্যায়ে পরপর কয়েকটি উইকেট পড়ে গেলে কিছুটা মন খারাপ হচ্ছিল। তবে কেন জানি আশাবাদী ছিলাম। শেষ পর্যন্ত আকবর-নৈপুণ্যে আমরা ভীষণ একটা আনন্দের উপলক্ষ পেলাম। এমন আনন্দের অনুভূতি সত্যিই অন্যরকম।