শ্রীমঙ্গলে দুটি রিসোর্টে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা ও পতিতাসহ আটক ২১
শ্রীমঙ্গলে দুটি রিসোর্টে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা ও পতিতাসহ ২১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ডলুবাড়িতে গ্রিন স্পেস টি রিসোর্ট ও টং থাই রিসোর্টে এ অভিযান পরিচালনা করেন যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। এ সময় ১১ জন পতিতা ও ১০ জন খদ্দরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর মধ্যে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জয়লালচান এলাকার মানিক মিয়ার ছেলে জাবেদ মিয়া রয়েছেন।
অন্য আটকরা হলেন-উপজেলার উত্তরসূর এলাকার মৃত মহব্বত আলীর ছেলে গ্রিন স্পেস টি রিসোর্টের মালিক মীর মোহম্মদ আব্দুর রউফ, চুনারুঘাটের ফয়সাল মিয়া, নারায়ণগঞ্জের নুসরাত জাহান ইশা, নরসিংদীর আফছানা, পাবনার সুমি আক্তার, ব্রাহ্মণবাড়ীয়ার সানজিদা আক্তার, সুনামগঞ্জের স্বপন সূত্রধর, ঢাকার ফাহিম ইসলাম, তানভীর আহমেদ, শরীয়তপুরের রাহাত সিকদার, তানভীর আহমদ, এনায়েতগঞ্জের সঞ্জয় রায়, মৌলভীবাজারের মো. আব্দুল্লাহ, কুলাউড়ার আব্দুল্লাহ, সিরাজগঞ্জের ইসরাত জাহান মিতু, রাঙ্গামাটির জান্নাত আক্তার, শ্রীমঙ্গলের আয়শা বেগম, চট্টগ্রামের তাসনিম আক্তার, বরিশালের রাত্রি আক্তার, পাখি আক্তার ও খাগড়াছড়ির তাসফিয়া।