নাটোরে শেখ হাসিনার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যার ‘নির্দেশদাতা’ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে নাটোর ও সিংড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
মিছিলটি শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লাহ, শিশির মাহমুদ, হাসিবুর রহমান মুন্না ও পুলিশের গুলিতে আহত রাহি।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা, গণগ্রেপ্তার, গণআহত করার ঘটনায় স্বৈরাচার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের ছাত্র সমাজ আরও কঠোর হবে। পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই।