শিরোপাজয়ী জুনিয়রদের শুভেচ্ছায় ভাসালেন সিনিয়ররা
২] যেই কাজটি সিনিয়ররা করতে পারেনি সেটিই করে দেখালো জুনিয়ররা। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে জুনিয়র টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেট বিশ্বের প্রশংসার জোয়ারে ভাসছেন আকবর আলীরা। ছোট ভাইদের শুভেচ্ছায় ভাসিয়েছেন সিনিয়ররাও। ৩] মাশরাফি বিন মুর্তজার ভাষায়, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের অভিষেক, রকিবুল, শরিফুল, ইমন এবং অন্যসব খেলোয়াড় ও দলের কোচিং স্টাফদের। আকবর ইউ বিউটি! শুধু আবেগটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখো।
কী অসাধারণ অর্জন! বাংলাদেশের জন্য কী দারুণ এক মুহূর্ত।’ ৪] টুইটারে তামিম ইকবাল লিখেছেন, ‘২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয়ের গভীর থেকে জানাই অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।’ ৫] মুশফিকুর রহিম লিখেছেন, ‘কোনো সংশয় ছাড়াই বলতে পারি ক্রিকেটার হওয়ার পর আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এটা। এই ছেলেরা আমাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করেছে।’ ৭] ২০১৬ যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘আমাদের ছেলেরা করে দেখিয়েছে! অভিনন্দন বাংলাদেশ।’ ৮] সৌম্য সরকার ফাইনালের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন!’ সাইফউদ্দিন লিখেছেন, ‘ইয়েস! আমরা করে দেখিয়েছি! বাংলাদেশের তরুণ বাঘেদের অভিনন্দন।’