৯ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অবস্থান নিয়েছেন সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষকরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবরোধ করে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ শুরু করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

৯ দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বেলা সাড়ে ১১টা থেকে সাভারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বিক্ষিপ্তভাবে আরও শিক্ষার্থী এসে যোগ দেবেন।’

তিনি আরও বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার জন্য আমরা আলটিমেটাম দিয়েছি। এসময়ের মধ্যে হল খুলে না দিলে আন্দোলন আরও জোরদার করা হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com