বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে পাঁচ দফা দাবিতে রাস্তায় নেমেছেন কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীর। শনিবার (৩ আগস্ট) সকাল ১০টায় নগরীর চরপাড়া মোড় এলাকায় মানববন্ধন করেন তারা।
পাঁচ দফা দাবিগুলো হলো, গণহত্যা বন্ধ করে দায় স্বীকার করা, আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন ও অপরাধীদের দ্রুত বিচার কার্যকর করা, সব বন্দির নিঃশর্ত মুক্তি, আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং আন্দোলনকারী গ্রেফতার ও হয়রানি বন্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে গুলি চালিয়ে যে ‘গণহত্যা’ করা হয়েছে, তার বিচার করতে হবে। এ দেশের মানুষকে যারা আক্রমণ করবে, দেশের মানুষ তাদের জানাজা, দাফন-কাফন বয়কট করবে। তাদের এখন মাদরাসায় ক্লাসে থাকার কথা, তা না করে তারা এখন দাবি আদায়ে রাস্তায় নেমেছেন।