নানা বৈচিত্র্যে ঘেরা আমেরিকান পপ সেনসেশন ব্রিটনি স্পিয়ারসের জীবন

0

নানা বৈচিত্র্যে ঘেরা আমেরিকান পপ সেনসেশন ব্রিটনি স্পিয়ারসের জীবন। তার অনেক কিছুই তুলে ধরেছেন আত্মজীবনী ‘দ্য উইমেন ইন মি’ বইয়ে। গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত হওয়ার পর বেস্টসেলার হয়েছিল বইটি। সেই বই থেকে এবার নির্মিত হচ্ছে চলচ্চিত্র।

মার্কিন চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, ব্রিটনির বায়োপিক নির্মাণ করবেন জন এম চু।

নিজের বায়োপিকের কথা এক্সে ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেছেন গায়িকাও। ব্রিটনি লিখেছেন, ‘গোপন এই প্রজেক্টের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে খুবই রোমাঞ্চিত বোধ করছি। সঙ্গে থাকুন।’

বই প্রকাশের আগে এক সাক্ষাৎকারে ব্রিটনি বলেছিলেন, ‘আমি বইয়ে মন খুলে সব বলেছি। আমার ভক্ত ও পাঠকদের ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য।’

অনেক দিন ধরেই গানে নেই ব্রিটনি স্পিয়ার্স। ২০২১ সালে বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি পান গায়িকা। ১৩ বছরের ‘বন্দিদশা’ থেকে অবশেষে মুক্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স। মার্কিন এই পপ তারকার ওপর থেকে তার বাবা জেমস স্পিয়ার্সের আইনি অভিভাবকত্ব তুলে নেন আদালত।

এর পর থেকে ইনস্টাগ্রামে কেবল বিনোদনধর্মী কনটেন্ট পোস্ট করেছেন গায়িকা। এর মধ্যে এক সাক্ষাৎকারে এমনও বলেছেন, আবার তার গানে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

ব্রিটনির বায়োপিক কবে পর্দায় দেখা যাবে, গায়িকার চরিত্রে কে অভিনয় করবেন- সে বিষয়ে এখনো জানা যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com