মাদারীপুরে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

0

মাদারীপুরে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় শকুনি লেকের পানিতে ডুবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত এক ছাত্রের মৃত্যু হয়েছে। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ছয়জনকে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শকুনি লেক থেকে ফায়ার সার্ভিসের লোকজন তার মরদেহ উদ্ধার করেন। হামলার সময় পালাতে গিলে তিনজন নিখোঁজ হয়েছিলেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে। মৃত ও নিখোঁজ তরুণদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস মাদারীপুরের ডিউটি অফিসার মো. ইমারত হোসেন জানান, একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো দুজন নিখোজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসিব্রিজ এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধিসহ প্রায় ৩০ জন আহত হন। পরে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পরে ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে আটক করা হয় ছয়জনকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com