পাবনায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, ১০ পুলিশ সদস্যসহ আহত ২০

0

পাবনায় কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পাবনা বাস টার্মিনাল এলাকায় পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় ১০ পুলিশ সদস্য ও ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

সকাল থেকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা পাবনা- ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিকেল ৩টার দিকে পাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিল নিয়ে বাসটার্মিনাল গোল চত্বরের দিকে এগিয়ে আসেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তা অতিক্রম করে শহরের দিকে প্রবেশ করতে চান তারা। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা টিয়ারশেল ও গুলি বর্ষণ করেন। এসময় পুরা বাসটার্মিনাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এদিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজ এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পালটাধাওয়া ঘটনায় ঘটে।

এ সময় ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলা করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় ডিগ্রি বটতলা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের ফেলে যাওয়া বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে পুরো শহর ও মহাসড়ক দখল করে ব্যাপক শোডাউন দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা মোড়ে ও বিকেল ৩টায় পাবনা বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বিক্ষোভ চলাকালে স্বল্পসংখ্যাক পুলিশ, বিজিবি ও ডিবি পুলিশের উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শহর ছেড়ে টার্মিনালের দিকে চলে গেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.