শাবিপ্রবির ছাত্রলীগ নেতাদের রুম থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র (পিস্তল, রিভলবার, রামদা ও চাকু ইত্যাদি), গাজা ও মদের খালি বোতল উদ্ধার করেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বিকেল চারটার দিকে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। অছাত্র, বহিরাগত ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এবং সাধারণ শিক্ষার্থীদের হলে আবাসন নিশ্চিত করতে এ অভিযান চালান আন্দোলনকারীরা।
অভিযান চালানোর পর হল প্রশাসন বরাবর লিখিত স্টেটমেন্টে সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা শাহপরাণ হলের ছাত্রলীগের দখলকৃত রুমগুলো তল্লাশি চালিয়ে ১টি রিভলবার, ১টি শর্টগান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র ও ১০০টিরও অধিক মদের বোতল উদ্ধার করেছি। হলের ২১০, ২১১, ২১৪, ৪২৩, ৪২৪ ও ৪২৯ নম্বর কক্ষসহ আরো কয়েকটি কক্ষ থেকে এসব উদ্ধার করেন বলে জানান অভিযানকারী শিক্ষার্থীরা।