সুনামগঞ্জ শহরের দশটি আবাসিক এলাকায় স্থায়ী জলাবদ্ধতা
অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং ঝাউয়র হাওরের পানি নিষ্কাষণের খাল বন্ধ করে দেওয়ায় সুনামগঞ্জ শহরের দশটি আবাসিক এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। মানুষের বসতঘর থেকে পানি সরে গেলেও রাস্তাঘাট ও বাড়ির আঙিনায় এখনও বানের পানি। এসব এলাকার মানুষ প্রতিদিন কাপড় ভিজিয়ে হাঁটু পানি দিয়ে প্রধান সড়কে চলাচল করেন। জলাবদ্ধতার কারণে রিকশা, ইজিবাইকও চলাচল করে না এসব এলাকায়।
জানা গেছে, শান্তিবাগ পশ্চিমনুতনড়া, পশ্চিম হাজীপাড়া, বড়পাড়া, হাজীপাড়া জামতলা হাছননগর কেজাউড়াসহ বিভিন্ন অঞ্চলের বিশ হাজার মানুষ একমাস ধরে সড়কের পানি মাড়িয়ে চলাচল করছেন। এতে স্কুল-কলেজে যাতায়াত সহ সব ধরনের কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সুনামগঞ্জ পৌরসভা নিচু করে সড়ক বানানোয় প্রতি বছর তাদের দুর্ভোগে পড়তে হয়। বর্ষার শুরু থেকে তিন মাস তাদের সড়ক কমবেশি পানিতে নিমজ্জিত হয়ে থাকে। বছরের পর বছর কেটে গেলেও খালের পানি নিষ্কাষণ ও সড়ক উঁচু করার কাজ করে না পৌরসভা।