দক্ষিণ সিটি জলাবদ্ধতা নিরসনে মোটেই কাজ করেনি: মোস্তাফা-জব্বার

0

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের অফিস। শুক্রবার (১২ জুলাই) মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ তথ্য জানান।

ওই পোস্টে মোস্তাফা জব্বার লিখেন, ‘একটু বৃষ্টি হলেই আমার আরামবাগ অফিসে পানি ওঠে। কিন্তু আজ সেগুনবাগিচা অফিসও পানিতে ডুবে গেলো।’

তার দেওয়া ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন প্রশ্ন করে লিখেন, এটার কারণ কী হতে পারে? অপরিকল্পিত নগরী নির্মাণ, নাকি উন্নয়ন ব্যতিত নগরী? জবাবে মোস্তাফা জব্বার লিখেন, ‘পানি সরার নর্দমা বন্ধ। আরামবাগের সমস্যাটা পুরোনো। দক্ষিণ সিটি করপোরেশন মোটেই কাজ করেনি। সেগুনবাগিচা এভাবে জলমগ্ন হওয়াটা অবাক করেছে।’

আরেকজন সাবধান করে ওই পোস্টের মন্তব্যের ঘরে লিখেন, ‘এটা কী হলো স্যার! এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সাবধানে থাকবেন স্যার! রাসেল ভাইপার লুকিয়ে থাকতে পারে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com