কোটাবিরোধী আন্দোলন: টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়ক অবরোধ শিক্ষার্থীদের
কোটাবিরোধী আন্দোলনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে একাডেমিক ভবনের সামনে থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাগমারি মোড়ে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমরা ইতোপূর্বে সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা কোটা চাই না, আমরা মেধায় চাকরি চাই।