কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়ে আপিল শুনানি বেলা সাড়ে ১১টায়
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল ও আইনি লড়াইয়ে শামিল হওয়া সাধারণ শিক্ষার্থীদের করা পৃথক আবেদনের শুনানি এক সঙ্গে হবে বেলা সাড়ে ১১টায়।
অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এ সময় ঠিক করে আদেশ দেন।
এর আগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে করা আবেদন শুনানি নিয়ে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর করা আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য বুধবার (১০ জুলাই) দিন ঠিক করা হয়।