‘বাংলাদেশি’ তাড়ানোর দাবিতে মুম্বাইতে বিশাল জনসভা

0

ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে লক্ষাধিক মানুষের মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মহারাষ্ট্র রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ ‘অনুপ্রবেশকারীদের’ বিতাড়নের দাবি ও নতুন নাগরিকত্ব নাইনের সমর্থনে এই জনসভার আয়োজন করে।

মুম্বাইয়ের গোরেগাঁওতে হিন্দু জিমখানা গ্রাউন্ড থেকে শহরের দক্ষিণ প্রান্তে আজাদ ময়দান পর্যন্ত এত বড় মাপের জমায়েত এই শহরে অনেক দিন হয়নি।

জনসভায় নবনির্মাণ সেনার নেতা রাজ ঠাকরে ঘোষণা করেন, ‘ভারত কোনো ধর্মশালা নয়। এখান থেকে বাংলাদেশি ও পাকিস্তানিদের তাড়িয়েই ছাড়া হবে।’

কথিত বাংলাদেশিদের দেশছাড়া করার বিষয়টি ভারতে একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে বেশ কিছুকাল ধরেই। কিন্তু সেই ইস্যুতে এত বড় মাপের রাজনৈতিক কর্মসূচি এই প্রথম।

 এদিন দলের গেরুয়া পতাকা নিয়ে হাজার হাজার কর্মী-সমর্থক যেন মুম্বাইকে গেরুয়াতে রাঙিয়ে তুলেছিলেন। অচল হয়ে গিয়েছিল মেরিন ড্রাইভ।

আর এই জনসভার প্রধান দাবিই ছিল, ভারতে অবৈধভাবে প্রবেশ করা ‘বাংলাদেশি ও পাকিস্তানিদের’ এ দেশ থেকে তাড়াতে হবে।

উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ভাতিজা রাজ ঠাকরে প্রায় ১৪ বছর আগে শিবসেনা থেকে বেরিয়ে এসে নিজের দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ গড়েছিলেন।

এতদিন মারাঠা জাতীয়তাবাদই ছিল রাজ ঠাকরের প্রধান রাজনৈতিক অস্ত্র। কিন্তু ইদানীং তিনি ভাষণ শুরু করছেন, ‘আমার প্রিয় হিন্দু ভাই-বোনেরা’ বলে।

কয়েক দিন আগে তিনি নিজের দলের পতাকার রং-ও পাল্টে নিয়েছেন হিন্দুত্ববাদী ‘ভগওয়া বা গেরুয়া’। আর এদিন তিনি বুঝিয়ে দিয়েছেন, তার দল কথিত মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই আক্রমণ শানাবে।

রাজ ঠাকরে তার ভাষণে বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের মতোই অবৈধ অনুপ্রবেশ রোধ করাও দেশের জন্য একটি মৌলিক ইস্যু। আর সেই জন্যই আমরা বাংলাদেশি ও পাকিস্তানিদের হটানোর ডাক দিচ্ছি।’

নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বলেন, ‘আমি পরিষ্কার বলতে চাই- এই ইস্যুতে আমরাও অস্ত্র হাতে নিতে রাজি।’

কথিত বাংলাদেশিদের তাড়ানোর ইস্যু এক সময় দিল্লিতে বিজেপির বড় রাজনৈতিক হাতিয়ার ছিল। যদিও দিল্লির সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অবশ্য সেটা তেমন কোনো ইস্যু হয়নি।

কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, দক্ষিণ ভারতের বেঙ্গালুরু বা পশ্চিম ভারতের মুম্বাইতে সেটাকে বড় ইস্যু করে তোলার চেষ্টা হচ্ছে।

কর্নাটকের বিজেপি সরকার যেভাবে বেঙ্গালুরুতে বাংলাদেশি উচ্ছেদ অভিযান চালাচ্ছে বা মুম্বাইতে রাজ ঠাকরের দল যেভাবে ‘বাংলাদেশি’ তাড়ানোর ডাক দিয়ে বিশাল জনসভা করল, তাতেই সেটা আরও স্পষ্ট।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com