রাজধানীর খিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নারী দলবদ্ধ ধর্ষণের শিকার
রাজধানীর খিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের একজন ভুক্তভোগী ওই নারীর পূর্বপরিচিত ছিল।
গ্রেফতাররা হলো‑ মূল হোতা সুমন ও তার সহযোগী পার্থ, হিমেল, রবিন, টুটুল, হৃদয় ও নুরু।
এর আগে, শুক্রবার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। পরে মামলা হওয়ার পর খিলক্ষেতের আশপাশ থেকে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) রাতে এসব তথ্য জানান ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শেখ মুত্তাজুল ইসলাম।
তিনি বলেন, ভুক্তভোগী নারী গতকাল সন্ধ্যায় তার স্বামীর সঙ্গে ঘুরতে বের হন। তারা খিলক্ষেত থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরূপা এলাকায় গেলে সেখানে আবুল কাশেম ওরফে সুমন নামে পূর্বপরিচিত এক ব্যক্তির নেতৃত্বে সাতজনের দল তাদের অপহরণ করে। পরে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে বনরূপা এলাকার ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্বামীর কাছে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণের টাকা আনার জন্য স্বামীকে ছেড়ে দিলে তিনি বেরিয়ে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঝোপঝাড়ের ভেতরে বারবার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। ভোর চারটার দিকে পুলিশ সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করতে সক্ষম হয়। দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আজ (শনিবার) জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়।