বগুড়ায় জোড়া খুন: শ্রমিক নেতার মুক্তির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি

0

বগুড়ায় জোড়া খুনের ঘটনায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর নামে মামলা প্রত্যাহার ও মুক্তি না দিলে কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।

শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে শহরের সাত মাথায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে জেলা মোটর-শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল বলেন, সৈয়দ কবির আহম্মেদ মিঠুর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে। তাকে হয়রানিমূলকভাবে এ ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে। মিঠু কখনও কারো সঙ্গে অন্যায় কাজ করেনি। তিনি সার্বক্ষণিক মানুষের সেবায় নিয়োজিত থাকেন।

তিনি আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্ত সাপেক্ষে প্রশাসনকে প্রকৃত খুনিদের খুঁজে বের করতে হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সেই সঙ্গে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে সৈয়দ কবির আহম্মেদ মিঠুর নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে ৩০ জুনের পর আলোচনার মাধ্যমে বগুড়াসহ উত্তরাঞ্চলে কর্মবিরতি ঘোষণা করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com