বাজেটে ৬ কোটি শ্রমিকের জন্য আলাদাভাবে রেশনিং ব্যবস্থা বরাদ্দের দাবি

0

জাতীয় বাজেটে ৬ কোটি শ্রমিকের জন্য আলাদাভাবে খাত বরাদ্দ এবং রেশনিং ব্যবস্থা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শনিবার (২২ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড.মাহবুবুর রহমান ইসমাইল বলেন, দেশের কথিত মাথাপিছু আয়, জিডিপি উন্নয়ন ও সুখী সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ শিরোনামের বাজেট শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটায়নি। দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষের মাথা গোঁজার নিজস্ব কোন আবাসন নেই। ৫৩ বছরের তুলনায় বর্তমানে ব্যাপকভাবে বেড়েছে আয়, শিক্ষা, সম্পদ ও খাদ্য বৈষম্য।

তিনি বলেন, জাতীয় বাজেটে শিল্প, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা ইত্যাদি খাতে বরাদ্দ থাকলেও আলাদাভাবে শ্রমিকদের জন্য বাজেটে কোন বরাদ্দের খাত নেই। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানে ১৪ লাখ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুযোগ সবিধা বাদে শুধু বেতন-ভাতার ব্যয় বরাদ্দ ৮১ হাজার ৫৮০ কোটি টাকা। কিন্তু বাজেটের এই টাকার অংক অথবা ১০ শতাংশ বরাদ্দ দিলে বাংলাদেশের গার্মেন্টসসহ ৬ কোটি শ্রমিকের স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করা সম্ভব।

এসময় আগামী ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেশের প্রতিটি শিল্প অঞ্চলে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com